শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণ করছে। এ পরীক্ষা অনুষ্ঠানে বেশ কৌশলী হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সাভার সেনানিবাসে সেনাবাহিনী পরিচালিত নতুন এক বিশেষায়িত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্বোধন করতে গিয়ে আজ বৃহস্পতিবার সকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ বলেন, সামরিক বাহিনী বিশ্বে সুনাম অর্জন করে জাতির জন্য অসামান্য গৌরব বহন করে এনেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানও অনস্বীকার্য।অনুষ্ঠানে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার উজ জামান বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, তিনটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও দুটি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবেই এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করল। অনুষ্ঠানে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম এম শওকত হাসানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।