Tuesday, May 26Welcome khabarica24 Online

মীরসরাই লায়ন্স ক্লাব ও দুর্বারের উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি আই টেস্ট ক্যাম্পেইন সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ে ১২ অক্টোবর বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম খুলশী, লিউ ক্লাব অব খুলশী ব্লু, লিউ ক্লাব অব হিলভিউ’র যৌথ আয়োজনে ও দুর্বার প্রগতি সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় হাই স্কুল ও প্রাইমারী স্কুলের প্রায় সহস্র শিক্ষার্থীর বিনামূল্যে চোখ পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং স্থানীয় দুটি প্রাইমারী স্কুলের সুবিধাবঞ্চিত বিশ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া স্কুল আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারাও রোপণ করা হয়। এসময় আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা’র সভাপতিত্বে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মীরসরাইয়ের সেক্রেটারি লায়ন মো. মঈন উদ্দীন ও দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই এসোসিয়েশনের সভাপতি লায়ন তাহের আহমেদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, রাজনীতিবিদ শাহজান সিরাজ, শান্তিনীড় সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন সোহেল, মীরসরাই লায়ন্সের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইলিয়াছ সিরাজী। এছাড়া আরো বক্তব্য রাখেন লিউ ক্লাব অব হিলভিউর প্রেসিডেন্ট লিউ নুপুর দাশ, লিউ ক্লাব অব খুলশি ব্লুর জয়েন ট্রেজেরার লিউ রজিব পাল ও দুর্বার প্রগতি সংগঠনের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তিলোয়াত করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন শিক্ষক তুষার কান্তি দাশ, শিক্ষক লিটন কুমার ভৌমিক, শিক্ষক শওকত হোসেন, লিউ ওমর ফারুক, লিউ নয়ন দাশ, লিউ সুজন দাশ, শান্তিনীড় সদস্য রায়হান চৌধুরী ও কাজী রিশাত, দুর্বার সদস্য এমদাদুল হক রাসেল, আমিনুল ইসলাম, সৈকত চৌধুরী, আরিফ হোসেন, নাঈমুল হাসান,আলী হায়দার চৌধুরী, জয় শর্মা, তরিকুর রহমান, ইমরুল হাসান পলিন, মেজবাহ উদ্দীন, সাজিদুল্লাহ, কামরুল হাসান তামিম ও মঈনুল হক তুহিন প্রমুখ।