Monday, September 24Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-২

গতকাল শুক্রবার রাতে মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনাপাহাড় এলাকায় একটি প্রাইভেট কার উল্টে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো: জহির (২৫) ও মো: আজিজ (৩৮)। জহিরের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি ভুজপুর গ্রামে আর আজিজ ফেনী সদর উপজেলা বাসিন্দা। জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার পথে উত্তর সোনাপাহাড় এলাকা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং এতে ঘটনাস্থলে দুজন নিহত হন বলে জানান এসআই ফরিদ।