প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। ৩রা অক্টোবর (সোমবার) সকাল ১১টার সময় জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল জোরারগঞ্জ বাজার প্রদক্ষিন করে। এসময় মিছিলে যুবলীগ নেতা আবু ওয়াহিদ, উত্তরজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত আহম্মেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য সুকুমার বণিক, নুর উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে মিছিলে অংশগ্রহন করেন ছাত্রলীগ নেতা আরিফ, আলাউদ্দিন আলো, মামুন, জাবেদ, ইকবাল, মাঈন উদ্দিন প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত ফাঁসির আদেশ বাস্তবায়নের দাবি জানান।
মীরসরাইয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে ছাত্রলীগের আনন্দ মিছিল
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163