Sunday, April 5Welcome khabarica24 Online

মীরসরাইয়ে চলছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই স্লোগানের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মীরসরাই উপজেলার ৩৯টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকরি জাতীয়করণ দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে। ৩৯টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে আজ ২১ জানুয়ারি (রোববার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে। এতে অংশ নেন সিএইচসিপি অ্যাসোসিয়েশনে উপজেলা শাখার সাধারণ সম্পাদক জেবাউল নকিব বলেন, সারাদেশের ন্যায় আমাদের এক দফা এক দাবী চাকুরী জাতীয়করণ। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে। ৩ দিনব্যাপী কর্মসুচির রোবাবার ২য় দিন এই কর্মবিরতি পালন করা হয়। এরপর জেলায় এবং সারাদেশে একযোগে ঢাকায় কর্মসূচী পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়শন এর উপজেলা শাখার সভাপতি রোখসানা আক্তার, শাহাদাত হোসেন, মহিউদ্দিন, ইউছুপ নবী, জান্নাতুল নাঈমা, মোশারফ হোসেন সহ ৩৯টি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ।


এদিকে মীরসরাই উপজেলার একযোগে ৩৯টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালনের কারণে গ্রামের সাধারণ রোগীরা ক্লিনিকে এসে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। উল্লেখ্য যে, মীরসরাই উপজেলায় প্রতি মাসে প্রায় ৪০ হাজার জনগণ কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা নেন।