Monday, January 20Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ইসলামী ব্যাংক জোরারগঞ্জ এজেন্ট আউটলেট এর প্রথম বর্ষপূর্তি পালন

 

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের ইসলামী ব্যাংক জোরারগঞ্জ এজেন্ট ব্যাংকিং আউটলেট উপশহর এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) জোরারগঞ্জে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং জোরারগঞ্জ শাখার ইনচার্জ এম ছানা উল্ল্যাহ নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার ফাস্ট এ্যসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ বোরহান উদ্দীন খান, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেড জোরারগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার সিনিয়র অফিসার জাফর আহম্মদ মজুমদার, জোরারগঞ্জ ইউপি সদস্য জাবেদ ইকবাল, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং করেরহাট শাখার ইনচার্জ মুহাম্মদ আলতাফ হোসেন ভূঁঞা, এজেন্ট ব্যাংকিং জোরারগঞ্জ শাখার ক্যাশ ইনচার্জ আরাফাত হোসেন, ক্যাশিয়ার মর্জিনা আক্তার, অফিসার মোঃ ফোরকান উদ্দিন ও ইমাম উদ্দিন প্রমুখ । বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।