Monday, June 17Welcome khabarica24 Online

মীরসরাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জোরারগঞ্জ থানা পুলিশের সাথে মত বিনিময়

নিজস্ব প্রতিনিধি ঃ

হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জোরারগঞ্জ থানা এলাকার পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ৪ঠা অক্টোবর বিকালে উপজেলার বারইয়ারাট খান সিটি সেন্টারে এই মত বিনিয়ম সভাটি অনুষ্ঠিত হয়। এতে থানার সেকেন্ড অফিসার এসআই আবেদ আলীর সঞ্চালনায় এবং জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসানের (পিপিএম বার) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত মোজাম্মেল হক (পিপিএম), মীরসরাই উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাস সরকার সাধারণ সম্পাদক সজল শীল, এছাড়াও পূজা উৎযাপন কমিটির বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ তাদের স্ব স্ব এলাকার সমস্যা নিয়ে কথা বলেন। এসময় পুলিশের পক্ষ থেকে তাদের নির্বিঘেœ পূজা উৎযাপনের আশ^াস প্রদান করা হয়। এসময় জোরারগঞ্জ থানা এলাকার ৮ ইউনিয়নের মোট ৪৬ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতি মাসে থানার পক্ষ থেকে নিয়মিত ওপেন হাউজডের মাধ্যমে পুলিশের সাথে নিয়মিত সাধারণ জনগণের সাথে আইনশৃংখলা সংক্রান্ত বিষয়ে মত বিনমিয়ের কথাও বলেন থানার অফিসার ইনচার্জ।