নিজস্ব প্রতিনিধি : ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এ শ্লোগানে মীরসরাইয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮মার্চ) মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এনজিও সংস্থা অপকা’র সহযোগিতায় র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদাউস মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মদ, ঘূর্ণিঝড় কর্মকর্তা সাইফুল ইসলাম, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞা, সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, শিক্ষিকা বিলকিছ আক্তার প্রমুখ।
মীরসরাইয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163