Saturday, November 16Welcome khabarica24 Online

মীরসরাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মীরসরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত রবিবার ( ২৩ জুন) বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির এর সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতি সম্পাদক ছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা এম সিরাজউদ্দৌল্লাহ, মাষ্টার এনামুল হক, শেখ শহিদুন্নবী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল, প্রফেসর নুরুল আবছার সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল, সাধারন সম্পাদক ফরহাদ হোসাইন প্রমুখ । আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন মীরসরাই কলেজ মসজিদের পেশ ইমাম। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান এসময় তাঁর বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই রাজনৈতিক সংগঠন দেশের সকল ক্রান্তি লগ্নে জাতির অভিবাবক হিসেবে কাজ করেছে। ঠিক এই সময়ে দলকে সুসংগঠিত রাখতে সকল নেতাকর্মীকে সচেষ্ট থেকে এক ও অভিন্ন লক্ষে জনকল্যানে কাজ করতে হবে। এতেই বঙ্গবন্ধুর কন্যা আমাদের দেশনেত্রীর হাত শক্তিশালি হবে। অতঃপর পর্যায়ক্রমে পূরন হবে বঙ্গবন্ধুর স্বপ্ন। তিনি এই সমাজকে মাদকমুক্ত রেখে সুন্দর মার্জিত ও নির্মল আগামীদিন উপহার দিতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান ও জানান।