বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ব্যাংককে বিস্ফোরণ ঘটেছে ইংলাকের নির্দেশে : সুথেপ

1_60156
থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভের নেতা সুথেপ থাগসুবান অভিযোগ করেছেন শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে ইংলাক সরকারের নির্দেশে গ্রেনেড হামলা চালানো হয়েছে। শনিবার ব্যাংকক পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়। বিস্ফোরণের পরপরই এক আবেগঘন বক্তৃতায় সুথেপ বলেন গ্রেনেড হামলায় ৩৬ জন আহত হওয়ার ঘটনার পেছনে সরকারের হাত রয়েছে। এ হামলা থেকে আমাদের শক্তি অর্জন করতে হবে। রাজপথে রক্ত দেখে আমি আহত হয়েছি। সরকার পরিকল্পিতভাবে ও ঠাণ্ডা মাথায় এ হামলা চালিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা না জয়লাভ করি ততক্ষণ পর্যন্ত এ হৃদয়বিদারক হামলা দেখে সাহস ও শক্তি সঞ্চয় করতে হবে। তিনি আরও বলেন এ ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী ইংলাক একটি শয়তান। গ্রেনেড হামলা পিডিআরসি’র সমর্থক এবং আমাকে ভীত করেনি। আমরা অন্যান্য শহরগুলোতে অচিরেই দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ না করা এবং আগামী ২ ফেব্র“য়ারি নির্বাচনে অনড় থাকা প্রসঙ্গে তিনি বলেন, তাকে পদত্যাগ করতেই হবে। তবে পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। আমরা সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাব। আমরা ইতিমধ্যে এ আন্দোলনের পিছনে ত্যাগ, শ্রম বিনিয়োগ করেছি। এ হামলা আমাদের ওপর ২৭তম হামলা।তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পিডিআরসি অভিযোগকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন সরকার হামলার পিছনে নেই। আমি নরপিশাচ নই। আমি আমার জনগণের ওপর হামলা চালাতে পারি না। আমি যে কোনো প্রকার সহিংসতার বিপক্ষে। তবে যারা এ হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে থাইল্যান্ডে সরকারবিরোধী ষষ্ঠ দিনের মতো টানা বিক্ষোভে অচল হয়ে পড়েছে ব্যাংকক। শনিবারও সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কিন্তু এবার বিক্ষোভ পেয়েছে ভিন্ন মাত্রা।শুক্রবার বিক্ষোভে গ্রেনেড হামলায় ৩৬ জন আহত ও একজন নিহত হওয়ার পর মৌচাকে ঢিল মারার মতো অবস্থা সৃষ্টি হয়েছে দেশটিতে। রাস্তা, গুরুত্বপূর্ণ অফিস দখলের পর এবার ব্যাংককের পুলিশ কম্পাউন্ডে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা।সেনা অভ্যুত্থান গুজব ভিত্তিহীন : থাই সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার থানাসাক পাতিমাপরাকন থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের বিষয়টি গুজব ও ভিত্তিহীন দাবি করে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। শুক্রবার থাইল্যান্ডের সেথাকিজ ওয়েবসাইট সেনা অভ্যুত্থান ঘটাতে সেনা প্রধান প্রায়ুথ চান ওচা পরিকল্পনা আঁটছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়ায় থানামাক বলেন, ‘ওয়েবসাইটটির রিপোর্ট নিছক গুজব, অসত্য এবং হলুদ সাংবাদিকতার শামিল। এ ধরনের রিপোর্টের ন্যূনতম কোনো ভিত্তি নেই। তিনি দ্ব্যর্থহীনভাবেই বলেন সরকারের পুলিশের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এবং আইন-শৃংখলাজনিত যে কোনো বিষয়ই তারা খোলামেলা আলোচনা করছেন। সেনাবাহিনী পুরো রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করছে।

Leave a Reply