Sunday, October 20Welcome khabarica24 Online

বেকায়দায় পড়েছেন আনিসুর রহমান মিলন

সামাজিক যোগাযোগের অ্যাপস ‘ইমো’ নিয়ে ভীষণ বেকায়দায় পড়েছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। কারণ তার নিজস্ব এ অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। তবে কে বা কারা হ্যাকড করেছে সেটি এখনও বুঝতে পারেননি দাপুটে এ অভিনেতা।

মিলন বলেন, আমার পরিচিত একজনের নম্বর থেকে প্রথমে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল ‘ভাই আমি একটি ইমো অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু কোনোভাবে আপনার ফোনে আমার কোড নম্বরটি চলে গেছে। আমাকে একটু কোড নম্বরটা পাঠাবেন?’

এরপর মিলন কোড নম্বর পাঠান। কিছুক্ষণ পরই খেয়াল করেন তার ইমো অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে গেছে। যদিও বিষয়টি মিলন ঘটনার সঙ্গে সঙ্গে টের পাননি। পরক্ষণে বুঝতে পারেন তার নম্বর দিয়ে ওই ফোন থেকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর হিসাব অনুযায়ী মিলনের নম্বরেই মেসেজ এসেছে। আর একটি বিষয় হলো-যে নম্বর থেকে কোড নম্বর চেয়ে মেসেজটি আসে তার আইডিটিও হ্যাকড করা হয়েছে আরও আগেই।

মিলন বলেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে সে বিভিন্ন মেয়েদের মেসেজ পাঠাচ্ছে। আর নানারকম উল্টাপাল্টা কথা বলছে। কারণ যারা আমার সম্পর্কে জানেন, তাদের কাছে বিষয়টি তো শুরুতেই খটকা লেগেছে। এমনকি আমার স্ত্রীকেও সে ডিস্টার্ব করেছে। সে আমার স্ত্রীকে সে বলছে, ‘তোমার নামটা তো ভুলে গিয়েছি, তোমার কিছু ছবি পাঠাও, দেখি।’

শুটিংয়ের উদ্দেশ্যে বর্তমানে মিলন রয়েছেন কুয়াকাটায়। সেখান থেকে ঢাকা ফিরবেন ২৩ অক্টোবর। ফিরেই তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানান। একইসঙ্গে মিলনের ইমো অ্যাকাউন্ট থেকে ভূয়া এবং অসম্মানজনক বার্তা পেলে এড়িয়ে যাওয়ার কথা জানান তিনি। মিলন বলেন, ‘যদি বাজে মেসেজ কিংবা অশ্লীল ছবি পাঠানো হয় তাহলে কেউ যেন বিভ্রান্ত হবেন না।’