বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিরোধী নেতাদের মুক্তি ও সহিংসতা বন্ধের পরামর্শ

sar

 

দ্রুত বিরোধী দলের নেতাদের মুক্তি ও সহিংসতা বন্ধে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি পরামর্শ দেন। চলমান রাজনৈতক সঙ্কট নিরসনে তিনটি বিষয়ের ওপর গুরুত্বআরোপ করে তারানকো বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে, বিরোধী নেতাদের দ্রুত মুক্তি এবং চলমান সহিংসতা বন্ধ হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। পরিবেশ তৈরি হলে সব দলের অংশগ্রহনে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। এক্ষেত্রে চলমান সংলাপ চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। দীর্ঘ সংবাদ সম্মেলনে তারানকো বাংলাদেশের জনগণের প্রশংসা করে বলেন, জাতিসংঘ বাংলাদেশের মানুষের সমৃদ্ধ জীবন প্রত্যাশা করে। নির্বাচনসহ ভবিষ্যতের সব প্রক্রিয়া জাতিসংঘ গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান তারানকো।

Leave a Reply