বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিদেশি কূটনীতিকদের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

Diplomats-talk

 

সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের লক্ষ্যে যত দ্রুত সম্ভব সংলাপে বসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিদেশি কূটনীতিকেরা। বিকেলে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে তারা এ আহ্বান জানান। তবে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসতে হলে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। বৃহস্পতিবার বিকেলে প্রায় অর্ধশত দেশের কুটনীতিকদের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেন নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় আলোচনায় কূটনীতিকরা দেশের রাজনৈতিক সংকট নিরসনের ওপর জোর দেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সব দলেল অংশগ্রহণে একটি নির্বাচনের লক্ষে শিগগিরই সব পক্ষের আলোচনায় বসার তাগিদ দেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজনা বলেন,আমার মনে হয়, নির্বাচনের লক্ষ্যে আলোচনা আবার শুরু করার জন্য দুই দল শগিগিরই একটি পথ খুঁজে বের করতে পারবে। বিশেষত গতকালই আমি দুই পক্ষ থেকেই ইতিবাচক কিছু পদক্ষেপ লক্ষ্য করেছি।” ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন বলেন,গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে সব দলেরই দায়িত্ব রয়েছে। শিগগিরই দুই দলের মধ্যে সংলাপ হওয়ার আশা প্রকাশ করে সম্প্রতি আমার দেশের মন্ত্রী যে বার্তা দিয়েছেন আমি তা আবারো মনে করিয়ে দিচ্ছি। ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন,দুই পক্ষের সংলাপ নিয়ে আমরা আশাবাদী। যতো দ্রুত সম্ভব এটা শুরু করা এবং এগিয়ে নেয়া প্রয়োজন। বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীও সংলাপের বিষয়ে সরকারের আন্তরিকতার কথা জানান। তবে তিনে বলেছেন আলোচনায় বসার আগে বিএনপি কে জামায়াত ছেড়ে আসতে হবে। দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের মধ্যে কোনো দ্বিধা নেই বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।

Leave a Reply