Tuesday, May 26Welcome khabarica24 Online

বাঁশবাড়িয়া সৈকতে চৌধুরী সালমা কামরুল স্কুল এন্ড কলেজের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে বারইয়াহাটস্থ চৌধুরী সালমা কামরুল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আনন্দ ভ্রমন বাঁশবাড়িয়া সমূদ্র সৈকতে সম্পন্ন হয়েছে। ০৫ডিসেম্বর সকালে যাত্র শুরু করা এই আনন্দ ভ্রমণে কোমল শিশুদের নিয়ে খেলাধুলা ও নানা হৈচৈ বিনোদন মূলক আয়োজন, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য ছিল উল্লেখযোগ্য। উক্ত আনন্দ ভ্রমণে চৌধুরী সালমা কামরুন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে অংশ নেয় শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাংবাদিকগন। অংশগ্রহণ করেন চৌধুরী সালমা কামরুল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ সুনীল চন্দ্রনাথ, শিক্ষক মোশাররফ হোসনে, নাজমুল হোসেন, নুর আলম, নাহিমা বেগম, রোকসানা বেগম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, মীরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি রণজিত ধর, মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, মীরসরাই প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ইমাম হোসেন, তথ্য প্রযুক্তির সম্পাদক সানোয়ারুল ইসলাম রনি প্রমুখ।


এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম চৌধুরী বলেন শিক্ষার্থীদের পড়ালিখার পাশাপাশি বিনোদন ও শিক্ষামূলক ভ্রমন প্রয়োজন, এতে ওদের মানষিক বিকাশ বৃদ্ধি পায়। তাই আমাদের শিশুদের জন্য এখানে আজকের এই ভ্রমনের আয়োজন করেছি।