Monday, July 23Welcome khabarica24 Online

বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র-ভারতের মহড়া, উদ্বিগ্ন চীন

বঙ্গোপসাগরে আগামী সোমবার যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান নৌমহড়া চালাবে। এই মহড়া নিয়ে উদ্বেগ জানিয়ে চীন বলেছে, তারা আশা করছে এই মহড়ার লক্ষ্য ‘তৃতীয় কোনো দেশ’ নয়।

ভারতের এনডিটিভির খবরে জানানো হয়, বঙ্গোপসাগরে ১০ দিন ধরে এই নৌমহড়া চলবে। এতে জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের যুদ্ধজাহাজ অংশ নেবে। ভারত দ্রুতগামী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গতকাল শুক্রবার থেকে যুদ্ধজাহাজগুলো আসা শুরু করেছে।

চীনা সরকারের মুখপাত্র জানান, আমরা আশা করছি এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে ঘটছে না। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার সহায়ক হবে বলেও তাঁর আশা।

১৯৯২ সালে মালাবার মহড়া শুরু হয়। ভারত ও যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়। ২০১৪ সালের পর থেকে জাপান এই মহড়ায় যুক্ত হয়। এ বছর চীনের বিরোধিতার আশঙ্কায় অস্ট্রেলিয়াকে মহড়ায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। মালাবার মহড়া ভারত মহাসাগরে হয়। এটি দক্ষিণ চীন সাগরের কাছে। বেইজিং এই সাগরকে নিজেদের বলে দাবি করে।

যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নৌবাহিনী একসঙ্গে এই মহড়ায় অংশ নেয়। বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্র্যাফট এই মহড়ায় অংশ নেবে।

২০১৩ সাল থেকে ভারত মহাসাগরে চীন কমপক্ষে ছয়টি সাবমেরিন মোতায়েন করে। এটি নিয়ে উদ্বিগ্ন ভারত। এ ছাড়া সিকিম পার হয়ে ভারতীয় বাহিনীর অনুপ্রবেশ নিয়েও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

জার্মানিতে জি-২০ সম্মেলনের পাশাপাশি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সাক্ষাৎ করার কথা। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংকট কমতে পারে বলে আশা করা হচ্ছে। তবে গতকাল চীন সাফ জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হবে না।