Thursday, April 25Welcome khabarica24 Online

ফেনীতে সাংবাদিকদের সাথে চেম্বারের মত বিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি :

motbinimoy
ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে শনিবার দুপুরে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিসময় সভায় ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবদুর রকিব কাজমি লিখিত বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক বর্তমান অস্থিরতায় ব্যবসা বানিজ্যে প্রভাব ফেলছে। এর ধারাবাহিকতায় ফেনীতেও প্রভাব ফেলতে পারে। তিনি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচী প্রদানের আহবান জানান। এছাড়া ফেনী বাসীকে সস্থিতে রাখতে রাজনীতিবিদদের কাছে সৌহার্দমূলক আচারণ আশা করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মতাতম ব্যক্ত করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আইনুল কবির শামীম, আবদুল গোফরান বাচ্চু, পরিচালক আবদুল আউয়াল সবুজ প্রমুখ।
মতবিনিময় সভায় চেম্বারের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফেনী চেম্বারের কর্মকান্ড গত ২ বছর স্থবির থাকার পর বর্তমান পরিষদ গত ২৩ জুন ক্ষমতা গ্রহন করে চেম্বারের কর্মকান্ড অব্যহত রেখেছে।

Leave a Reply