শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেনীতে যুবদলের মিছিলে পুলিশের হামলা,৩ পুলিশসহ গুলিবিদ্ধ-৬,নিহত ১ আহত ৫০

সোলায়মান হাজারী ডালিম, ফেনী :

feni1
অবরোধের ৫ তম দিনে ফেনীতে যুবদলের মিছিলে পুলিশ যুবলীগ, ছাত্রলীগের ত্রিমূখী হামলায় ৩ পুলিশসহ ৬জন গুলিবিদ্ধ, নিহত ১ আহত হয় অর্ধ-শতাধিক। নিহত ব্যক্তি ফেনী সদর ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি হারুনুর রশীদ।
বুধবার পূর্ব ঘোষনা অনুযায়ী ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকের নেতৃত্বে শহরের ওয়াপদা মাঠ থেকে সংগঠিত হয়ে মিছিল বের করে যুবদল।
মিছিলটি এসএসকে সড়কের  ইসলামপুর রাস্তার মাথায় পৌছলে পুলিশ মিছিলকে লক্ষ করে টিয়ারশেল নিক্ষেপ করে। যুবদলও তখন মাইকে ঘোষনা করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এসময় পুলিশ মিছিলকে লক্ষ করে গুলি নিক্ষেপ করে অপরদিকে যুবদল বোমা ও ককলেট নিক্ষেপ করে।
মুহুর্তেই শহরে আতংক ছড়িয়ে পড়ে,বিক্ষপ্ত নেতা কর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শহর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পুলিশ ২ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করে।

পেশাগত দায়িত্ব পালন কালে ছাত্রলীগ অস্ত্রের মূখে জিম্মি করে বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি যতন মজুমদার ও  স্টার লাইন পত্রিকার চিত্র গাহক নাজিম চৌধুরীর কাছ থেকে ক্যামরার মেমোরী ও পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় ও মারধর করে।

Leave a Reply