Tuesday, June 2Welcome khabarica24 Online

প্রলোভন : রুমি চৌধুরী

 

শিকড় থেকে শেখরে
জলে, স্থলে, অন্তরীক্ষে
সর্বত্রই তোমাকে খুঁজি।
নিরন্তর খুঁজে চলি মনের গহীন বনের সুগঠিত অঞ্চলে
গভীর অতলান্ত থেকে শূন্যেরও ওপারে।
আধখাওয়া চাঁদ আর আধখানা রুটিতে
কিংবা শুচিস্নিগ্ধ নীরব অগ্নিস্নানে
উন্মুক্ত মেঘদলের শুভ্র শতদলে
অথবা কোমল ওষ্ঠপুটে বিষাদ করতলে।

তোমাকেই খুঁজে চলি অচেনা বন্দরে
ছনছাওয়া ঘরে আর সুরম্য সুন্দরে
খুঁজি আর্তনাদে, খুঁজি প্রতিবাদে
জন্মের উৎসবে, অনিত্য শোকসভায়।
অথচ অবিশ্রান্ত এই খুঁজে চলায়
কেবলই উঠে আসে অসীম শূন্যতা!

আদৌ কি তুমি আছো কখনো কোথাও!
নাকি থাকার প্রলোভনে কেবলই ঠকাও!