পরিচালক ইরানী বিশ্বাস এবার নিজের রচনায় সজল ও মেহজাবিনকে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করলেন। নাটকের নাম ‘প্রবাল দ্বীপে নির্জনতা’। এ নাটকে সজল অভিনয় করেছেন রবি চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন মুমু চরিত্রে। নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ নাটকে কাজ করা প্রসঙ্গে সজল বলেন, ‘গল্পটি অনেক মজার। মনে হতে পারে কোনো দ্বীপের মাঝে আমরা শুটিং করেছি। কিন্তু নাটকটি দেখলে দর্শক বুঝবেন কেন নাটকের নামকরণটি এমন হয়েছে।’ এদিকে মেহজাবিন বলেন, ‘সজল ভাইয়ার সঙ্গে সবসময়ই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া পরিচালক ইরানী বিশ্বাসের নির্দেশনায় এর আগেও আমি বেশ ক’টি ভালো নাটকে অভিনয় করেছি। তার কাজের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে।’ এছাড়ও ইরানী বিশ্বাস জানান, নাটকটি ‘তুষ্টি অ্যান্ড দৃষ্টি’র ব্যানারে নির্মিত হয়েছে। তাছাড়া চলতি মাসেই মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুবোশহর’ ছবিতে মেহজাবিনের কাজ শুরু করার কথা থাকলেও সেটি নিয়ে আপাতত অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এই ছবিটি নিয়ে মেহজাবিন কোনো কথা বলছেন না। অন্যদিকে সজল অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ছবিতে তার বিপরীতে আছেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা।
প্রবাল দ্বীপে নির্জনতায় সজল ও মেহজাবিন
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163