মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন মঞ্জু

monju

 জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে বর্তমান সরকারের উপদেষ্টা ১১ জনে উন্নীত হলো।রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ১১ জনে পৌঁছলো।আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন- এ নিয়ে এক সপ্তাহ আগে থেকেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু।প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বহাল রয়েছেন এইচটি ইমাম, মসিউর রহমান, সৈয়দ  মোদাচ্ছের আলী ও আলাউদ্দিন আহমেদ। তাদের ২০০৯ সালের ৭ জানুয়ারি নিয়োগ দেয়া হয়। ২০০৯ সালের ১৪ জানুয়ারি তৌফিক-ই-এলাহী এবং একই বছরের ৯ জুলাই গওহর রিজভী উপদেষ্টা পদে নিয়োগ পান। তারেক আহমেদ সিদ্দিকীকেও উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। এসব উপদেষ্টারা এখনো বহাল রয়েছেন।

Leave a Reply