Tuesday, May 26Welcome khabarica24 Online

প্রচেষ্টা ছাত্র পরিষদ এর শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার অরাজনৈতিক সামাজিক ও শিক্ষাবান্ধব সংগঠন “জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আলোকিত মীরসরাই গড়া আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে প্রচেষ্টা ছাত্র পরিষদ এর উদ্যোগে ২৫শে এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রচেষ্টা ছাত্র পরিষদ এর সভাপতি রাজিব চন্দ্র পাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ছাত্র পরিষদ এর উপদেষ্টা ও উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও প্রচেষ্টার উপদেষ্টা হোসাইন সবুজ, পৃষ্ঠপোষক ও মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান পলাশ, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ফখরের জাহান, এতে আরো উপস্থিত ছিলেন প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর প্রতিষ্ঠাতা সভাপতি অনুপ দাশ, প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর ইকবাল, পরিচালক রবিউল হোসাইন পারভেজ সাধারণ সম্পাদক রাকিব ও কার্যনির্বাহ কমিটির সদস্য বৃন্দ সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া আগামী ১সপ্তাহের মধ্যে আরও ৩টি স্কুলে ৬০জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।