বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে ৪ ছাত্রদল কর্মী আহত, ৮ দোকান ভাঙচুর

map-ctg-mirsarai.thumbnail
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে বাবু, মোমিন, রাকিব ও মুসা নামে ৪ ছাত্রদল কর্মী আহত হয়েছে। আহত ছাত্রদল কর্মীদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আবুতোরাব বাজারের বটতল এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মুসা মিয়া হামলার সত্যতা নিশ্চিত করেছেন। পৃথক ঘটনায় রবিবার দিবাগত রাত ১২টার পরে আবুতোরাব বাজারে ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়ার পর কিছু দুর্বৃত্ত বিএনপি কার্যালয় ও বাজারের বিএনপি সমর্থকদের ৮টি দোকান ভাঙচুর করেছে বলে জানিয়েছে থানা যুবদলের আহ্বায়ক মো: আলাউদ্দিন। দোকানগুলো হলো আব্দুল্লাহ কুলিং কর্নার, বিউটি কুলিং কর্নার, ডাক্তার সালাউদ্দিন ফার্মেসী, ডাক্তার সোলেমান ফার্মেসী, রবি ট্রাভেল্স, সলিম মোবাইল সেন্টার, ইরান বাদশা এন্টারপ্রাইজ ও আবুল কাশেম টিম্বার।
অপরদিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম ছাত্রদলের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনার দিন আওয়ামী লীগের কিছু পোস্টারের ওপর ছাত্রদল কর্মীরা তাদের ব্যক্তিগত প্রচারের উদ্দেশ্যে বেশ কয়েকটি পোস্টার লাগায়। এ নিয়ে ছাত্রদল কর্মীদের সাথে কিছু ছাত্রলীগ কর্মীদের হাতাহাতি হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় আবুতোরাবের বটতল এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের লাগানো পোস্টারে ছাত্রদল কর্মীরা তাদের কিছু পোস্টার লাগায়। এতে ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর চড়াও হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় ছাত্রদল কর্মী বাবু, মোমিন, রাকিব ও মুসা আহত হয়।

 

Leave a Reply