বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার তিনশ টাকা দিতে রাজি বিজিএমইএ

aa

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার তিনশ টাকা দিতে রাজি হয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মালিকরা এ বেতন কাঠামো মেনে নিতে রাজি হন বলে জানিয়েচেন শ্রম সচিব মিকাইল শিপার। গত ৪ঠা নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। তবে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেন মালিকরা। পরে শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে ২১শে নভেম্বর সিদ্ধান্ত ঘোষনার কথা জানায় মালিকপক্ষ। এরপর আশুলিয়া ও গাজীপুর এলাকায় শ্রমিক অসন্তোষ শুরু হলে বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা। এই বৈঠকেই ন্যূনতম মজুরি মেনে নেয়ার সিদ্ধান্ত জানায় মালিকপক্ষ।

Leave a Reply