মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

Pakistan

পাকিস্তানের করাচিতে বন্দুকধারীর গুলিতে দুই বিদেশীসহ নিহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে ছিলেন শিয়া মতাদর্শী ‘মজলিশ ই অয়াহ্‌দাত ই মুসলিমিন’ দলের এক নেতা ও তাঁর একজন রক্ষী। মঙ্গলবার রাতের এ ঘটনাকে জাতিগত সহিংসতা বলে জানিয়েছে দেশটির পুলিশ। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, মোটর সাইকেলে আসা ক’জন বন্দুকধারী হঠাৎ করেই গুলি চালায় তাদের ওপর। পুলিশ বলছে, এ দুজনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই মসজিদের বাইরে তিন সুন্নি মতাদর্শী ধর্মযাজকসহ বাকিদের গুলি করে বন্দুকধারীরা। এদের মধ্যে দুজন মরোক্কোর নাগরিক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে জানায়নি পাকিস্তানের মরোক্কো দূতাবাস। এরইমধ্যে বন্দুকধারীদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ধর্মীয় দলটি। হামলার ঘটনায় বুধবার সকাল থেকেই গোটা করাচি শহর জুড়েই থমথমে পরিবেশ বিরাজ করছে। আগের দিনও করাচিতে শিয়া মতাদর্শি দু জনকে গুলি করে হত্যা করা হয়।

Leave a Reply