শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাঁচ জানুয়ারির নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি

index

 

 জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদের  বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হাজ্জাজ বলেছেন, জাতীয় পার্টি আগামী ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে  যাবে না। এ বিষয়ে  সাবেক প্রেসিডেন্ট এরশাদের  অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।বুধবার বিকেলে লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। তিনি বলেন, আমি এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রখছি।ববি হাজ্জাজ ভিডিও বার্তায় বলেন, জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না। এ সিদ্ধান্তই চূড়ান্ত। পার্টির চেয়ারম্যান শুরু থেকে এটা বলে আসছেন। আগামীতেও তিনি এ মত পাল্টাবেন না। যারা এর বাইরে বিভিন্ন রকমের কথা বলছেন, তার সাথে পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই।প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর শনিবার গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ববি হাজ্জাজ। এরপরই প্রায় ২০ ঘন্টা আত্মগোপনে ছিলেন তিনি। ওই সময় তিনি র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ অবস্থায় ছিলেন। সংবাদ সম্মেলনের ২০ ঘন্টা পর লন্ডনে পাড়ি জমান তিনি। এ নিয়ে শুরু নানা বিতর্ক ও বিভ্রান্তিকর তথ্য শোনা যায়। তার ঘনিষ্ঠদের কেউ কেউ বলছেন তাকে বিদেশ যেতে বাধ্য করা হয়েছে। আবার কেউ বলছেন তিনি নিজের ইচ্ছাতেই লন্ডনে গিয়েছেন।

Leave a Reply