শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পদত্যাগ সংবিধান অনুযায়ী নয়, আনুষ্ঠানিকতা মাত্র: আইনমন্ত্রী

lawminister

মন্ত্রীদের পদত্যাগপত্র সংবিধানসম্মত অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়নি। এটা আনুষ্ঠানিকতা মাত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। পদত্যাগপত্র জমা দেয়ার একদিন পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদত্যাগের উদ্দেশ্যে পদত্যাগপত্র জমা দেয়া হয়নি। এর মাধ্যমে জাতির সঙ্গে কোনো প্রতারণা করা হয়নি। এছাড়া এতে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হবে না।মন্ত্রীরা যে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন তা রাষ্ট্রপতি বরাবর দেয়া হয়নি জানিয়ে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যেহেতু পদত্যাগপত্র সংবিধান অনুযায়ী দেয়া হয়নি, তাই ওটা শুধু আনুষ্ঠানিকতা। পদত্যাগ করতে হলে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে পদত্যাগ করতে হবে। সেটা হতে পারে লিখিত বা মৌখিক। প্রধানমন্ত্রী বরাবর যে পদত্যাগপত্র দেয়া হয়ে হয়েছে সেটাকে কীভাবে মূল্যায়ন করা হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটা যে যা খুশি বলতে পারে।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির উদ্দেশে প্রধানমন্ত্রী বরাবর মন্ত্রীর পদত্যাগ করতে হবে উল্লেখ বরে মন্ত্রী বলেন, এ পদত্যাগের মাধ্যমে মন্ত্রীরা শপথের আওতা বহির্ভূত হননি। কাজেই তাদের দায়িত্ব পালনে কোন বাধা নেই।

Leave a Reply