বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচনে যাবে না এরশাদ

image

 

নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এরশাদের বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হাজ্জাজ। সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, ‘নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়া আহ্বান জানিয়ে এরশাদ বলেছেন, তিনিসহ পার্টির প্রেসিডিয়াম সদস্যরা মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিলেও রিটার্নিং অফিসাররা আইনগত জটিলতার কারণে তা গ্রহণ করেনি। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।’  এরশাদ এ নির্বাচনে নেই। কারণ এ নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসবে না।  তিনি আরো বলেন, জাতীয় পার্টির কতিপয় নেতা (প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম) নির্বাচন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। যা নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। শুধুমাত্র মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বক্তব্যই জাতীয় পার্টির অফিসিয়াল বিবৃতি হিসেবে গণ্য করা হবে। অন্য কোন নেতার সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত নয়।

Leave a Reply