বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচনের পরিবেশ না থাকায় এরশাদের নির্বাচন বর্জন

salauddin

নির্বাচনের পরিবেশ না থাকায় জাতীয় পার্টি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় সালাহউদ্দিন বলেন,  সমগ্র জাতি আজ কারারুদ্ধ, বিপন্ন মানচিত্র, অবরুদ্ধ গণতন্ত্র। একদলীয় প্রহসনের নির্বাচনে তথাকথিত মনোনয়নপত্র দাখিলের মহড়া হয়ে গেলে। একদলীয় স্বৈরশাসন চিরস্থায়ী করার মানসে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও প্রয়োজনায় এই নাটক মঞ্চস্থ হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে অবৈধ মহাজোট সরকারের প্রধান অংশীদার হুসেইন মুহম্মদ এরশাদের দল নির্বাচনের পরিবেশ না থাকায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।তিনি বলেন, জাতিসংঘসহ সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমাজ সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বললেও সরকার তা আমলে নিচ্ছে না। তিনি বলেন, গণবিচ্ছিন্ন ও জনরোষে নিপতিত সরকার নিজেকে রক্ষা করার জন্য দলীয় সন্ত্রাসী ও পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আন্দোলনকারী জনতার ওপর দেশব্যাপী জঘন্য হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতিদিন শহীদের কাতারে অসংখ্য নাম যুক্ত হচ্ছে। রাজপথে লাশের মিছিল বাড়ছে। সারা বাংলার মানুষ আজ পুলিশ রিমান্ডে আছে। দেশটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। রাষ্ট্রের সব অঙ্গ সরকারের সেবাদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে আইন রক্ষা বাহিনীর হামলার অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ সন্ধ্যা থেকে এ পর্যন্ত মারা গেছে ছয়জন, আহত ৮২৩ জন, গুলিবিদ্ধ ৩৯৪ জন, গ্রেপ্তার ৩৯৭ জন, মামলা দায়ের হয়েছে ৩ হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন ছয়জন।

Leave a Reply