শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নতুন মন্ত্রিপরিষদ গঠন সোমবার

Bangladesh

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিপরিষদ গঠন করা হবে  সোমবার। এ দিন বেলা ৩টায় রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন। রোববার রাতে রাষ্ট্রপ্রতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সোমবার বিকাল ৩টায় নতুন মন্ত্রিপরিষদের  শপথ হবে। প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেরও বিষয়ে অবহিত করেছেন।সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। প্রায় এক ঘণ্টা আলোচনা করেন তারা। বৈঠকে সোমবার নতুন মন্ত্রিপরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়।এদিকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির ৫ জনসহ বতর্মান মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম শোনা যাচ্ছে। এরা হলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম। এছাড়া ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, মইনুদ্দিন খান বাদল শপথ নিতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Leave a Reply