Tuesday, June 18Welcome khabarica24 Online

দেশবাসীকে ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ’ এর সভাপতি এড.শাকিলা তামান্নার ঈদ শুভেচ্ছা

ঢাকা প্রতিনিধি :: মুসলিম উম্মাহর বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মুজিবার্দশের সংগঠন ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ’ এর সভাপতি এডভোকেট শাকিলা তামান্না। ঈদুল ফিতরের প্রাক্কালে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। শাকিলা তামান্না বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উত্সব ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।’ তিনি বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।
ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। তিনি ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানান। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে বঙ্গবন্ধু মানে বাংলাদেশের সভাপতি আশা প্রকাশ করেন। পবিত্র ঈদুল ফিতরে তিনি সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন ।