Tuesday, June 18Welcome khabarica24 Online

দুর্বার প্রগতি সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠন এর উদ্যোগে ৩ জুন সোমবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৯ম বারের মত বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দুর্বার’র এ ইফতার মাহফিলে মীরসরাইয়ের বিভিন্ন স্তরের প্রায় ছয়শতাধিক ব্যাক্তিবর্গ অংশ নেয়। সংগঠনের সভাপতি আশিষ দাশের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুল হাসান ও শিক্ষা ও সাহিত্য সম্পাদক রিয়াজ উদ্দীন রাকিবের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলান মুহাম্মাদ শহীদুল ইসলাম ও বিশেষ ওয়ায়েজিন ছিলেন মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাফর ইকবাল, অর্থ সম্পাদক আলী হায়দার চৌধুরী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস অফিসার মো. নুরুল হুদা, সংগঠনের সম্মানিত দাতা সদস্য কাজী মীর আমজাদ হোসেন, সংগঠনের প্রধান উদ্যোক্তা সৈয়দ আহমদ, দাতা সদস্য ছানাউল্লাহ নিজামী, রাজনীতিবিদ নিজাম উদ্দীন, পৃষ্ঠপোষক তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, প্রথম আলো পত্রিকার মীরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন, রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের প্রভাষক একরামুল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা ইফতেখার হাসনাঈন রুমন্ত, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমেদ, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দীন মোহাম্মদ রানা, স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, মিঠানালা ইউপি সদস্য হারেছ আহমদ নাজিম, রাজনীতিবিদ রিয়াজ উদ্দীন, দাতা সদস্য ছানা উল্লাহ নিজামী, আজীবন সদস্য নুর উদ্দীন সেলিম, বারইয়ারহাট ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজ উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর সভাপতি নাঈম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ। এছাড়া সংগঠনের পৃষ্ঠপোষক, দাতা সদস্য, আজীবন সদস্য, প্রতিষ্ঠাতা ও সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।