Tuesday, May 26Welcome khabarica24 Online

দরদ পেইন ক্লিনিকের প্রথম বর্ষ পূর্তিতে স্থানীয় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ
দীর্ঘ মেয়াদী ব্যথা, কারণ ও প্রতিকার নিয়ে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে অবস্থিত দরদ পেইন ক্লিনিকের প্রথম বর্ষ পূর্তিতে স্থানীয় চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে বারইয়ারহাট মেডিকেল সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেডিকেল সেন্টারের মার্কেটিং কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মেডিকেল সেন্টারের পরিচালক নিজাম উদ্দিন বেলাল। এতে বক্তব্য প্রদান করেন দরদ পেইন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. জোবায়ের হোসেন।

এতে আরো বক্তব্য প্রদান করেন ইনসেপ্টার চিকিৎসক ডা. রোবানা নাসরিন, ডা. এ. এস. এম ইখতেয়ার আলম। এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল স্টোরের গাইনি চিকিৎসক ডা. আর্জিনা আক্তার। এছাড়াও হাসপাতালের সকল পরিচালক ও সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্ধ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডা. জোবায়ের হোসেন প্রজেক্টরের মাধ্যমে মানব দেহের বিভিন্ন অংশে ব্যথা সংক্রান্ত বিষয়ে এবং এর প্রতিকার সম্পর্কে উপস্থিত সকলকে বিভিন্ন পরামর্শ দেন।