শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

থগিত সাতটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

Counting-in-7-Seat1
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত সাত আসনের সবগুলোর বেসরকারি চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। এসব আসনের নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে তরিকত ফেডারেশনের এমএ আউয়াল ৪৯ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ২১ হাজার ৮০০ ভোট। যশোর-৫ আসনে ৭৮ হাজার ৪২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। নিকটতম আওয়ামী লীগের খান টিপু সুলতান পেয়েছেন ৫৮ হাজার ৪১৮ ভোট। দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী এক লাখ ৪১ হাজার ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ওয়ার্কাস পার্টির এনামুল হক সরকার পেয়েছেন দুই হাজার ৯২ ভোট। বগুড়া-৭ আসনে ১৭ হাজার ৮৫৯ ভোট পেয়ে জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ আলী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপির এটিএম আমিনুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৯৮ ভোট। এছাড়া গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ইউনুস আলী সরকার এক লাখ ২৭ হাজার ৫৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ১৮ হাজার ২০৪ ভোট। গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ৯৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, নিকটতম আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৬১৪ ভোট। এছাড়া গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের মনজুরুল ইসলাম লিটন এক লাখ ১৮ হাজার ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

Leave a Reply