Sunday, February 23Welcome khabarica24 Online

তিশা’র নতুন চলচ্ছিত্র ”হালদা”

tisha

গুনী অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ এবারই প্রথম তিশাকে নিয়ে কোনো সিনেমা নির্মাণ করছেন। তাই নির্মাতা হিসেবে তৌকীর আহমেদকে এবার হয়তো একটু বেশিই চাপ নিতে হবে। তিশার সাথে এই ছবিতে আরো অভিনয় করবেন জাহিদ হাসান, মোশাররফ করিম। এবারই প্রথম তিনি এই পরিচালকের ছবিতে অভিনয় করছেন।

তিশা বলেন, ‘তৌকির ভায়ের এই চলচ্চিত্রটির কাহিনি আমার অনেক ভালো লেগেছে। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। সত্যি বলতে কী, তৌকির ভাইয়ের কাজের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিলো এবং আছে। নির্মাতা হিসেবে তিনি সেই বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমার বিশ্বাস এই ছবিটি ভালো হবে। আমি চেষ্টা করছি আমার অভিনীত চরিত্রটি সুন্দর করে তুলে ধরতে। বুধবার (২৮ সেপ্টেম্বর) শুটিং স্পট ঘুরে দেখা যায় শুটিং দেখার জন্য দুরদুরান্ত থেকে লোকজনের ভীড় করছে।

গত দুই দিন থেকে “হালদা” ছবির শুটিং চলছে। হালদার আশপাশের বহু পরিবার ছবির শুটিং স্পট গুলোতে যার যার অবস্থান থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।