শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া

rrr

তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎতের জন্য বঙ্গভবনে পৌঁছেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দারক মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আ স ম হান্নান শাহ, জামায়াত নেতা শামসুল ইসলাম এমপি, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান রয়েছেন। তিন দফা দাবির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্র্বতী সরকারের প্রধান থেকে বাদ দিতে হবে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মন্ত্রী পরিষদ সচিবালয় ও সশস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব রাষ্ট্রপতির অধীনে রাখতে হবে। আর নির্বাচনকালীন পুরানো কোনো মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যাবে না।উল্লেখ্য, গতকাল সোমবার দেশের চলমান সঙ্কট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ আবেদনের প্রেক্ষিতে ওইদিনই রাষ্ট্রপতির পক্ষ থেকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে বঙ্গভবনে এটাই বিরোধীদলীয় নেত্রীর প্রথম সাক্ষাৎ

Leave a Reply