শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা

9374_f4

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি হাইকোর্টে রিট করেছেন ইকবালমান্দ বানুর  আইনজীবী। এ রিটের শুনানি হবে আগামী রোববার। গতকাল বিকালে রমনা থানায় দুদকের  মামলা দায়ের করেন উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে। সূত্র জানায়, সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল না করার অপরাধে ইকবালমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এ মামলা  হয়েছে। ২০১২ সালের ২৫শে জানুয়ারি ইকবালমান্দ বানুর সম্পদ বিবরণী দাখিলের  নোটিশ জারি করে দুদক। ওই  নোটিশ ইকবালমান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির  হোসেন  গ্রহণ করেন। অভিযুক্ত ইকবালমান্দ বানুর বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে তিনি ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ পান। পরে কমিশনের পক্ষে আপিল বিভাগের চেম্বার জজের কাছে  সিভিল পিটিশন ফর লিভ টু আপিল হলে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত হয়। আপিল বিভাগ সর্বশেষ ২০১৩ সালের ২৬শে সেপ্টেম্বর এক আদেশে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত করেন। আপিল বিভাগের স্থগিতাদেশ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকায় বর্তমানে ওই রিট সংশ্লিষ্ট দুদকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনও বাধা না থাকায় এ মামলা করা হয়েছে বলে দুদক সূত্র জানায়। সূত্র জানায়, ২০০৭ সালের ২৯শে মে তারেক রহমানের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি হয়। তারেক রহমানের দাখিল করা সম্পদ বিবরণীতে চার কোটি ২৩ লাখ আট হাজার ৫৬১ দশমিক ৩৭ টাকার সম্পদের তথ্য গোপনসহ সর্বমোট চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ দশমিক ৩৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ  প্রাথমিকভাবে প্রমানিত হয়। পরে ২০০৭ সালের ২৬শে  সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার শাশুড়ি ইকবালমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ জরুরি ক্ষমতা বিধিমালা ১৫(ঘ) ধারায় মামলা দায়ের করে দুদক। ওই চার  কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ দশমিক ৩৭ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মধ্যে জোবাইদা রহমানের নামে ৩৫ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তারেক রহমানের দাবি অনুসারে ওই এফডিআরের অর্থ তার শাশুড়ি ইকবালমান্দ বানু তার মেয়ে জুবাইদা রহমানকে দান করেছেন। এদিকে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নন-সাবমিশন মামলার অনুমোদন অবৈধ বলে গত বুধবার  দাবি করে বিএনপির দুই আইনজীবী। একইসঙ্গে তারা সৈয়দা ইকবালমান্দ বানুকে সম্পদ বিবরণী  জমা দেয়ার জন্য  এক মাস সময়  দিতে  দুদকে আবেদন  করেন। পাশাপশি গতকাল হাইকোর্টে রিট করেন। এ রিটের শুনানি হবে আগামী রোববার। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, আমাদের পক্ষে আর সময় দেয়া সম্ভব নয়। তবে তারা আদালত থেকে নির্দেশ  নিয়ে আসতে পারলে আমাদের পক্ষ থেকে কোন সমস্য নেই।  এ অবস্থায় গতকাল এ মামলা করে দুদক।

Leave a Reply