বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকার রাজপথে বিজিবি

নিজস্ব প্রতিবেদক :

BGB

২৫ অক্টোবর সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতিতে রাজধানীতে ১০ প্লাটুন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নামানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বিজিবি মোতায়েনের বিষয়টি সাংবাদিকদের জানান স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

ওইসময় টুকু বলেন, ‘২৫ অক্টোবর যদি বিরোধী দল আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় এবং নাশকতার চেষ্টা করে তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবে।’

উল্লেখ্য, শুক্রবার ২৫ অক্টোবর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। একই দিন মহানগর আওয়ামী লীগও সমাবেশের ঘোষণা দিয়েছে। সহিংসতার আশঙ্কায় রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

Leave a Reply