ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।সোমবার বিকালে উত্তর ও দক্ষিণের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সরকারের অনুরোধসহ চিঠি পাওয়ার পরই সন্ধ্যা পৌনে ৬টায় কার্যালয় থেকে বাসায় ফিরেছেন।এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্বাচন অনুষ্ঠানের অনুরোধসহ দুটি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সীমানা গেজেট মন্ত্রণালয় থেকে এসেছে। স্থানীয় সরকার বিভাগের অনুরোধ আমরা পেয়েছি। কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের পক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ডিসিসি উত্তর ও দক্ষিণ নির্বাচন প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এ চিঠির সঙ্গে দুটি গেজেটের কপিও সংযুক্ত করা হয়েছে।