Wednesday, January 29Welcome khabarica24 Online

টেস্ট নয়, ওয়ানডে দল ঘোষণা ২১, অনুশীলন শুরু ২৩ ফেব্রুযারি!

shakib20170214210000

ক্রীড়া প্রতিবেদক :সফর অনিশ্চিত নয়। টাইগারদের শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়া নিয়ে নতুন করে সংশয় দেখা দেয়নি। তবে লঙ্কান বোর্ডের কিছু টালবাহানা আছে। ভেতরের খবর- একদম শেষ দিকে টাইগারদের সফর সূচিতে খানিক পরিবর্তন আসছে। কথা ছিল- ৭ এপ্রিল গলে টেস্ট দিয়ে শুরু হবে টিম বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কিন্তু শেষ খবর, সম্ভবত তাতে পরিবর্তন আসছে। টেস্ট নয়, সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম এমন তথ্যই দিয়েছেন।

আজ রাতে সাথে আলাপে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও নিশ্চিত করলেন, ‘শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর।’ এখন ফরম্যাট বদলের পাশাপাশি ভেন্যু ও দিনক্ষণ পাল্টাবে কিনা? তা জানাতে পারেননি বিসিবি গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। খালি জানিয়েছেন, ‘আমি যতটুকু শুনেছি, তাতে টেস্ট নয়, প্রথম ওয়ানডে হবে।’

এদিকে প্রথমে টেস্ট না হলে খানিক বিপাকে পড়ে যাবেন নির্বাচকরা। তারা প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ ধরেই এগোচ্ছেন। আজ রাতে  আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আমি শুনেছি সফর সূচি রদবদল হতে পারে। তবে আমরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাইনি। তাই আমি আগের মতো টেস্ট প্রথমে ধরেই দল নির্বাচনের কথা ভাবছি। প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, যেহেতু দুই ম্যাচের টেস্ট এবং একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ ছিল আগে, তাই আমি প্রথমে টেস্ট দল সাজানোর কাজ শুরু করেছি। আগামীকাল বুধবার আমরা শ্রীলঙ্কা সফরে দল নির্বাচনী বৈঠকে বসবো।’

মিনহাজুল আবেদিন আরও জানান, ‘প্রথমে ২১ ফেব্রুয়ারি টেস্ট দল ঘোষণার কথা ছিল। তার দেয়া তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প। তিন দিনের প্রস্তুতি শেষে ২৭ ফেব্রুয়ারি দল যাবে শ্রীলঙ্কায়। তা ধরে আমরা আমরা একবারে ১৬ জনের চূড়ান্ত টেস্ট দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম।’

প্রধান নির্বাচক নিশ্চিত করেছেন, সফর সূচি পাল্টালেও দল পূর্ব নির্ধারিত সূচি মানে- ২৭ ফেব্রুয়ারিই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে। তার আগে সত্যিই যদি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয়, তাহলে ওয়ানডে স্কোয়াডই আগে ঘোষণা হবে। এবং সেটাও চূড়ান্ত দল। যেহেতু সময় কম। ক্রিকেটাররাও খেলার মধ্যে অছেন। তাই কোনোরকম প্রাথমিক প্রস্তুতির দল দেয়া হবে না। ওয়ানডের জন্যও একবারে চূড়ান্ত স্কোয়াডও করা হবে।

সেজন্য অন্তত আগামীকাল কিংবা পরশু পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তার আগে হয়তো লঙ্কান বোর্ড সফর সূচি চূড়ান্ত করে বিসিবিকে পাঠাবে না।