মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টানা হরতালের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০কিলোমিটার যানজট

Untitled-1 copy

মীরসরাই প্রতিনিধি : ১৮দলীয় জোটের ডাকা টানা ৪দিনের হরতালের প্রভাবে গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দেশের প্রধান বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের মীরসরাই এলাকা জুড়ে গতকাল ভোররাত থেকে প্রায় ৫০কিলোমিটার সড়কে এ ভয়াবহ যানজটে আটকা পড়ে উভয় দিকে হাজার হাজার গাড়ি। এতে করে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রী-চালকসহ সকল শ্রেণি পেশার মানুষ। দীর্ঘ এ যানজটের কারণ হিসেবে টানা হরতালকেই দায়ী করেন যাত্রী, যানবাহন চালক ও ট্রাফিক কর্মকর্তারা।
তারা দাবী করেন দীর্ঘ সময়ব্যাপী হরতালের কারণে গাড়ি চলাচল করতে না পারায় হঠাৎ করে চালকদের মধ্যে গাড়ি নিয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর প্রচেষ্টা পরিলক্ষিত হয়। আর এতে করে রাস্তার উভয় দিকে থেকে হাজার হাজার গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, টানা হরতালের কারণে সৃষ্ট যানজটে তাদের নাভিশ্বাসও চরমে উঠেছে। যানজট নিরসনে ভোর থেকে সারাক্ষণ চেষ্টা করেও দুপুর ৩টা পর্যন্ত কোনো সুরাহা করতে পারেননি বলেও জানান তিনি।

Leave a Reply