Monday, June 1Welcome khabarica24 Online

জোরারগঞ্জে ধর্মবর্ণ নির্বিশেষে দুঃস্থদের ত্রাণ বিতরণ করলেন গোপাল বণিক

 

মীরসরাই প্রতিনিধি ॥
মহামারি করোনার আগ্রাসন মানব সমাজে কিছু নৈতিক আদর্শ সংযোজন করেছে, তার মধ্যে অন্যতম ধর্মীয় বিভেদ। অনেক মুসলিম ভারত থেকে শুরু করে বাংলাদেশে ও করোনা মৃত রোগীকে দাহ করেছে। অনেক হিন্দু এগিয়ে দিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্যের হাত। মীরসরাইয়ে ও এমন দৃষ্টান্ত দেখা গেল হিন্দু কমিউনিটিতে। মুসলিম দুঃস্থদের আগে ত্রাণ দিয়ে তারপর নিজ ধর্মের লোকদের প্রদান করলো মানবিক খাবার বিতরণ কার্যক্রম। উপজেলার জোরারগঞ্জ ৫ শত কর্মহীন, দুঃস্থ, প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মীরসরাই বণিক সমিতির সভাপতি এবং চট্টগ্রাম উত্তরজেলা অখন্ড মন্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী । বৃহস্প্রতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় জোরারগঞ্জের দেওয়ানপুর কালী মন্দির প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, আওয়ামীলীগ নেতা মিয়া মোহাম্মদ হুদা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বংশী দেবনাথ, যুবলীগ নেতা বিধান কর, বিশিষ্ট ব্যবসায়ী সুপ্লব বণিক ননাই, তরণী বণিক, জিয়াউল কবির টিপু, মিন্টু বণিক, জুয়েল বণিক, নিতাই বণিক প্রমুখ।
এই ব্যাপারে ব্যবসায়ী গোপাল বণিক জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ৫শত পরিবারকে ৭কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি আটা বিতরণ করেছি। সমাজের যারা বিত্তবান আছেন তাঁরা যদি এলাকার দুঃস্থদের পাশে সহযোগীতার হাত বাড়াই তাহলে কেউ না খেয়ে থাকবেনা। ভবিষ্যতে আরো কিছু পরিবারকে সহযোগীতা করবেন বলেও তিনি জানান। এই ব্যাপারে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার জানান, সারা বিশে^ যখন করোনা ভাইরাসে টালমাতাল তখন আমাদের সরকারের পাশাপাশি ব্যবসায়ী গোপাল বণিকের মতো সমাজের বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, সহযোগীতার হাত বাড়িয়েছেন। অসহায়দের সহযোগীতা করার জন্য আমি ব্যবসায়ী গোপাল বণিককে ধন্যবাদ জানাই।