Wednesday, May 27Welcome khabarica24 Online

জোরারগঞ্জে আ.লীগ নেতার নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণ

Mirsarai pic-01

রাজিব মজুমদার ॥ মীরসরাই জোরারগঞ্জের খিলমুরালী গ্রামে এছাক সওদাগর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে জোরারগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক প্রসার কান্তি বড়ুয়ার নিজস্ব অর্থায়ণে প্রায় ১ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ইমন, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম নুনু, আকবর, আফছার, শহীদ, নজরুল ইসলাম বাবু, মুনতাসিম নাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ব্যাপারে প্রসার কান্তি বড়ুয়া বলেন, বর্ষা মৌসুম এলে এসব কাদামাখা ও ভঙ্গুর গ্রামীণ সড়ক দিয়ে শিক্ষার্থীসহ গ্রামবাসী চলাচলে অসুবিধার সম্মুখিন হয়। তাই আমার ব্যক্তিগত অর্থায়নে ৯টি ওয়ার্ডে ৯টি সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। আমার দেখাদেখি সমাজের বিত্তবান মানুষেরা যেন দেশ ও সমাজ বির্নিমানে এগিয়ে আসতে পারে।