বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জুড়িতে জাতীয় পতাকা তৈরিতে নিষেধাজ্ঞা!

images_53786

 

মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় পতাকা তৈরিতে পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করেছে করেছে বলে অভিযোগ করেছেন সেখানকার দর্জি দোকানিরা। তারা জানান, কেউ জাতীয় পতাকা তৈরি করতে চাইলে তাকে থানায় গিয়ে অনুমতি আনতে হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৫টি জাতীয় পতাকাসহ তিন দর্জি দোকানিকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাল রোববার জাতীয় পতাকা হাতে ঢাকা অভিমুখে যাত্রার আহবান জানিয়েছেন। পতাকার সাথে লাঠি নিয়ে ঢাকা যাওয়ার নামে নাশকতা হতে পারে এমন আশংকা থেকে সরকারের পক্ষ থেকে পতাকা তৈরিতে এ অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জুড়ী প্রতিনিধি জনান, উপজেলা শহরে জাতীয় পতাকা তৈরিতে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টেইলারগণ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই কনস্টেবলসহ এক পুলিশ কর্মকর্তা শহরের সব টেইলারিংয়ের দোকানে ঘুরে ঘুরে তাদের নাম-ঠিকানা লিখে নেন এবং জাতীয় পতাকা তৈরি না করতে বলেন। সেই সঙ্গে কেউ জাতীয় পতাকা তৈরি করতে এলে তাকে থানায় গিয়ে অনুমতি আনতে বলেন।বোয়ালমারী প্রতিনিধি জানান, ২৬ ডিসেম্বর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারীর দুটি টেইলারিং দোকান থেকে ৪৫টি জাতীয় পতাকাসহ তিন দর্জিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- অলোক কুমার শীল, ইয়াছিন মোল্যা ও সুমন কুমার বিশ্বাস। ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে অংশগ্রহণের জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারী বাজারের বিভিন্ন দোকানে জাতীয় পতাকা বানানোর জন্য অর্ডার দেয়। পুলিশ খবর পেয়ে তা জব্দ করে।

Leave a Reply