বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় পার্টি আর মহাজোটে নেই: এরশাদ

6

 

 

 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রিসভা থেকে জিএম কাদেরের পদত্যাগের মধ্যদিয়ে, মহাজোট সরকারের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক শেষ হয়ে গেছে। আগামী দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় পার্টির সহযোগী সংগঠন, জাতীয় যুব সংহতির কাউন্সিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এরশাদ।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছিলো জাতীয় যুব সংহতির কাউন্সিল। এতে সব বক্তাই দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির সঠিক সিদ্ধান্তের ওপর জোর দেন। তারা সমালোচনা করেন প্রধান দুই রাজনৈতিক দলের। এরশাদ তুলে ধরেন তার নয় বছরের শাসনামল, গত ২৩ বছর ধরে প্রধান দুই দলের কাছে তার অবস্থান। বললেন, এবার সুযোগ এসেছে।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বললেন, দুই একদিনের মধ্যেই আসছে মহোজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা।দুই দিন আগে এরশাদ নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছিলেন।

 

Leave a Reply