মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চীনের জিনজিয়াং-এ পুলিশের গুলিতে নিহত ৮

5031_ch

 

চীনের জিনজিয়াং অঞ্চলে সংঘাতে পুলিশের গুলিতে ৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ পোর্টালের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। ছুরি ও বিস্ফোরকদ্রব্য নিয়ে একদল পুরুষ ইয়ারকান্দ কাউন্টির একটি পুলিশ স্টেশনে হামলা করলে পরে সংঘাতের সূত্রপাত হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দুসপ্তাহ আগেই ওই অঞ্চলে দাঙ্গা সৃষ্টি হয়েছিল যেখানে দুই পুলিশ সহ ১৬ জন মানুষ প্রাণ হারায়। মুসলিম সংখ্যালঘু দল উইঘুর- এর অঞ্চল হিসেবে পরিচিহত জিনজিয়াং এ প্রায়ই বিক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। সরকার বরাবরই হামলার দায়ভার জঙ্গীদের উপর দিলেও উইঘুর কর্মীদের দাবি জাতিগত উত্তেজন্য এবং চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণেই সংঘাত সৃষ্টি হচ্ছে। চীনের এ অঞ্চলটির  কোন সংবাদের সত্যতা যাচাই করা বেশ কঠিন বলে উল্লেখ করে সিএনএন। কেনান জিনজিয়াং থেকে কোন সংবাদ বাইরে আসবে সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।

Leave a Reply