শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত: ড. ইউনূস

 

grameen bank

নিজস্ব প্রতিনিধি

গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ‘ধ্বংস অবধারিত’ হলো বলে দাবি করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস। সংসদে গ্রামীণ ব্যাংক আইন পাসের পর বুধবার দেয়া এক বিবৃতিতে এ দাবি করেছেন তিনি। গত মঙ্গলবার সংসদে গ্রামীণ ব্যাংক বিল পাস হয়। নতুন আইনে সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটিকে আর্থিক হিসাব দিতে হবে। ইউনূস বলেন, আইনের এই সংশোধনের ফলে গ্রামীণ ব্যাংকের চরিত্রে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসা হলো। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত হলো। এ সময় তিনি আরো বলেন সরকার কর্তৃক গ্রামীণ ব্যাংকের আইনে পরিবর্তন আনাকে আমি আমার তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছি। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করা হয়েছিল গরীব মহিলাদের মালিকানায় এবং তাদের ব্যবস্থাপনায় একটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে। এই আইনে গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোন সুযোগ রাখা হয়নি, এই কারণেই গ্রামীণ ব্যাংক জাতিকে আন্তর্জাতিক সম্মানের সুউচ্চ শিখরে নিয়ে যেতে পেরেছিল বলেও জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

Leave a Reply