Wednesday, October 16Welcome khabarica24 Online

গোল্ডেন জিপিএ ৫ পেল তানহা

15782318_1371858426200145_1733789914_nনিজস্ব প্রতিবেদক ::পাক্ষিক খবরিকা সম্পাদক, দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি এবং মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর কন্যা তাছনিম মাহবুবাহ তানহা ২০০৬ ইং এর জ্এেসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তানহা বড় হয়ে ডাক্তার হয়ে দেশ ও জনগনের সেবা করতে চায়। তানহার বাবা ও মাতা তাছলিমা চৌধুরী সুরভী তানহার উজ্জল ভবিষ্যৎ কামনা করে সকলের দোয়া চেয়েছেন।