বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘গণতন্ত্রের অভিযাত্রা’ চলবে : খালেদা জিয়া

image_69860_0

সোমবারও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বলবত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া।রোববার বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে কিছুক্ষণ মূল ফটকের বাইরে অবস্থান নেন তিনি। অবশেষে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা করে বাসার ভেতরে চলে যান তিনি।খালেদা জিয়া বলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসির সমাবেশ আগামীকাল সোমবারও হবে। সেদিনও করতে না দিলে পরের দিন তারপরও না দিলে পরশু এভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে না দেয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার করতে অভিযাত্রা অব্যাহত থাকবে।’তিনি আরো বলেন, ‘এ সরকার জালেম সরকার। এরা চিরদিন ক্ষমতায় থাকবে না। আমরা গোপালগঞ্জের নাম পাল্টে দেব।’পুলিশকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘আমি সংসদে বিরোধী দলীয় নেতা আমাকে বাধা দিচ্ছেন কেন?’ পুলিশেরা বলেন, ‘আমরা আপনার নিরাপত্তার জন্য আছি।’এসময় খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ঢাকায় তো এখন সব গোপালগঞ্জের পুলিশ। এ সরকার চিরদিন থাকবে না। গোপালগঞ্জের পুলিশও থাকবে না। এ সরকারের পতন হবে। জনগেণের বিজয় সুনিশ্চিত।’

Leave a Reply