শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদা জিয়ার বাড়ির সামনে বাড়তি পুলিশ ও ব্যারিকেড নেই

kha-basa

 

দুই সপ্তাহ পর সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে থাকা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার বাড়ির নাম ফিরোজা ভবন। গুলশানের ৭৯ সড়কের ১ নম্বর বাড়ি। বাড়ির সামনের রাস্তার দুই পাশে বাঁশের ব্যারিকেডও আজ থেকে নেই। ওই রাস্তা দিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। মিডিয়াকর্মীদেরও এখন আর বাড়ির সামনে গিয়ে ছবি তুলতে পুলিশের বাধা নেই। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। তবে সাধারণ নিরাপত্তার নিয়োজিত পুলিশ বর্তমানে মোতায়েন আছে। দলের নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে বাসভবনে যাতায়াত করছেন না। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূরে আজম মিয়া কালের কণ্ঠকে বলেন, বাড়তি ফোর্স বা ব্যারিকেড এখন না থাকলে নিরাপত্তা ব্যবস্থা ঠিকই আছে। বিরোধীদলীয় নেতার সাধারণ নিরাপত্তার নিয়োজিত পুলিশ বর্তমানে মোতায়েন আছে। প্রয়োজন হলে আবার অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হতে পারে।
গত ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া ‘মার্চ ফর ডেমোক্রেসি’ গণতন্ত্রের জন্য অভিযাত্রা ঢাকা অভিমুখী কর্মসূচি ঘোষণা করে ২৯ ডিসেম্বর নয়া পল্টনের সামনে গণজমায়েত হওয়ার জন্য সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এরপর থেকেই বিরোধীদলীয় নেতার নিরাপত্তা জোরদার করা হয়। গত ২৬ ডিসেম্বর ওই বাড়ির সামনে পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা গুলশানের বাসভবন ও কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল। বাসভবন ও কার্যালয়ের সামনে থেকে দলের কয়েক নেতাকে গ্রেপ্তারও করা হয়। এরপর ২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগদানে তাঁকে বাধা দেওয়া হলে বিএনপি অভিযোগ করে দলীয় চেয়ারপারসনকে সরকার অবরুদ্ধ করে রাখতেই বাসভবন থেকে বের হতে দিচ্ছে না।

 

উৎস-কালেরকন্ঠ

Leave a Reply