শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর

kka
বহু নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হলো ‘কসাই কাদের’ খ্যাত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার।

মুক্তিযুদ্ধের ৪২ বছর পর মানবতাবিরোধী অপরাধের দায়ে এই প্রথম কারো ফাঁসি কার্যকর করা হলো।
রাত ১০টা ১০ মিনিটে মডেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করে। তবে অ্যাম্বুলেন্সের নম্বর প্লেটটি সাদা কাগজ দিয়ে ঢাকা।
গত ৫ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

এরপর গত রোববার এ রায়ের অনুলিপি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। রায়ের কপি পাওয়ার কিছুক্ষনের মধ্যেই ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন এবং এ পরোয়ানার অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়।

একদিন পর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার। কিন্তু সাড়ে ১০টার দিকে রায় কার্যকর পরের দিন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার ও বৃহস্পতিবার আসামিপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে তা খারিজ করে দেন আপিল বিভাগ।

Leave a Reply